ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ব্যহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য উঠা নামা কার্যক্রম

প্রকাশিত : ১৩:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:০৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় ব্যহত হচ্ছে চট্টগ্রাম বন্দরের পণ্য উঠা নামা কার্যক্রম। বাড়ছে বন্দরের উপর চাপ। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরে পণ্য উঠা নামার ভবিষ্যত নিয়ে শংকিত ব্যবসায়ীরা। এদিকে কী গ্যান্ট্রি ক্রেনসহ বেশ কিছু যন্ত্রপাতি কেনার কথা বলছে বন্দর কর্তৃপক্ষ। তবে এসব যন্ত্রপাতি বন্দর কার্যক্রমে সংযুক্ত হতে সময় লাগবে বলে জানান কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। দেশের আমদানি রফতানির সিংহভাগই হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে। বিশ্বব্যাপি কন্টেইনারের মাধ্যমে পণ্য পরিবহন বৃদ্ধি পাওয়ায় এর চাপ পড়েছে চট্টগ্রাম বন্দরেও। গত বছর চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিং হয়েছে সাড়ে ২৬লাখ কন্টেইনার। অথচ ২০১৫ সালে হ্যান্ডেলিং হয়েছে সোয়া ২০লাখ কন্টেইনার। কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় পণ্য খালাসে দীর্ঘ সময় লাগছে বলে মনেকরেন ব্যবসায়ীরা। এর ফলে একদিকে জাহাজের গড় অবস্থান যেমন বাড়ছে তেমনি পণ্য পরিবহনে খরচও বাড়ছে বলে মনে করেন তারা। এদিকে বন্দর কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বেশ কিছু নতুন যন্ত্রপাতি কেনার কথা বলছে বন্দর কর্মকর্তারা। তবে এসব যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দর কার্যক্রমে সংযুক্ত হতে কিছুটা সময় লাগবে বলেজানান তারা। এদিকে নতুন নতুন যন্ত্রপাতির পাশাপাশি আরো ইয়ার্ড নির্মাণ করা গেলে বন্দরের বর্তমান প্রবৃদ্ধি আরো বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন তরুণ এই শিল্পোদ্যাক্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি