ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

শ্রীমঙ্গলে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

পলাতক মালিকদের খুঁজে এনে শ্রমিকদের বেতন আদায়ের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৭ মে ২০২৫

Ekushey Television Ltd.

চা বাগানের মালিকরা যদি শ্রমিকদের বেতন না দিয়ে বিদেশে পালিয়ে যান, তবে তাদের খুঁজে এনে বেতন আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। 

শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরে চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, যারা শ্রমিকদের পাওনা না দিয়ে বিদেশে পালিয়েছেন, তাদের আত্মীয়-স্বজনদের খোঁজে বের করে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

এছাড়া, তিনি চা শ্রমিকদের কর্মস্থল এলাকায় ল্যাট্রিন না থাকা অমানবিক উল্লেখ করে, যত তাড়াতাড়ি সম্ভব ল্যাট্রিন স্থাপন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন।

চা শ্রমিকদের চাকরির পর নির্দিষ্ট আবাসন, বেতন কাঠামো এবং সংগঠনের নির্বাচনের বিষয়ে সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। তিনি আরও বলেন, চা বাগানে যারা ঘুরতে আসেন তাদের কাছ থেকে ২০ টাকা ফি আদায়ের জন্যও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিদেশে একটি ফুল গাছ দেখতে গিয়ে যেখানে পাউন্ড ইউরো দিতে হয়, তাহলে আমাদের দেশে চা বাগান ঘুড়তে আসা পর্যটকদের কেন ফি দিবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান। বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মোহাম্মদ ইমরুল মহসিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। 

এ সময় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শাহ আব্দুল তারিক ও বিভাগীয় উপপরিচালক মহব্বত হোসাইনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া, চা শ্রমিকদের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন এবং তাদের দাবি-দাওয়ার একটি স্মারকলিপি উপদেষ্টার হাতে তুলে দেন।

এর আগে উপদেষ্টা অনুষ্ঠান প্রাঙ্গনে গাছের চারা রোপন, শ্রীমঙ্গলে কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের নতুন ভবন উদ্বোধন করেন এবং সকাল ৯টায় শহরের অভিজাত হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ আইএলও আয়োজিত একটি শিশুশ্রম বিষয়ক কর্মশালা উদ্বোধন ও অংশগ্রহণ করেন।
এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি