ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

পল্লী সঞ্চয় ব্যাংক সংশোধন অধ্যাদেশ-২০১৬ আইন আকারে জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৪:২১, ৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:২১, ৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পল্লী সঞ্চয় ব্যাংক সংশোধন অধ্যাদেশ-২০১৬ আইন আকারে জারির সিদ্ধান্ত হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্বান্ত হয়। সভায় বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস এন্ড সার্জনস আইন-২০১৬ এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন-২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়া গেলো আগস্ট ও সেপ্টেম্বরে ভূমিমন্ত্রী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর জাপান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাঙ্গেরি সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি