ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় কিশোর নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিস্তিনি ফের ইসরায়েলি বাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়েছেন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণাল বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দিশে শরণার্থী ক্যাম্প থেকে গ্রেনেড ও বোমা হামলা চালালেও তারাও পাল্টা গুলি চালায়। এতেই ঘটনাস্থলে নিহত হন ওই কিশোর। তবে ফিলিস্তিনিদের হামলায় কোনো ইসরায়েলি সেনা নিহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী গুলিতে নিহত ওই কিশোরের বয়স ১৫ বছর। ইসরায়েলি বাহিনীর গুলিতে তিনি বুকে বুলেটবিদ্ধ হন। ঘটনাস্থলেই ওই কিশোর নিহত হন।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি