ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পশ্চিমবঙ্গে তৃণমূল হঠাওয়ের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৮, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন বিজেপির সভাপতি অমিত শাহ। একইসঙ্গে সেখানে বিজেপির সরকার গঠনের জন্যও দলের নেতাকর্মীদের তাগাদা দিয়েছেন তিনি।

কলকাতার ধর্মতলায় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। চলছে মাফিয়া রাজত্ব। শিল্প নেই, আছে বোমা তৈরির কারখানা। তাই এই সরকারকে উৎখাত করে গণতান্ত্রিক বিজেপি সরকার আনতে হবে।

বিদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়নের জন্য আসামে নাগরিক পঞ্জি বা এনআরসি করা হচ্ছে জানিয়ে অমিত শাহ বলেন, ‘মমতার আপত্তিতে এই এনআরসির কার্যক্রম বন্ধ করা যাবে না।’

অমিত শাহ বলেন, ‘অনুপ্রবেশ নিয়ে একসময় মমতা সরব ছিলেন। বলতেন, বাম দলের ভোট ব্যাংক ছিল এই অনুপ্রবেশকারীরা। এখন সেই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক হয়েছে।’ তিনি বলেন, ‘এই অনুপ্রবেশকারীদের তাড়ানোর লক্ষ্যে ২০০৫ সালে লোকসভায় মমতাকে অনুপ্রবেশ নিয়ে আলোচনা করার সুযোগ না দিলে তিনি অনুপ্রবেশকারীদের লিস্ট ছুড়ে দিয়েছিলেন লোকসভার স্পিকারের দিকে। সেই মমতা আজ ভোটের জন্য অনুপ্রবেশকারীদের পক্ষ নিয়েছেন। কারণ, অনুপ্রবেশকারীরা তাঁর ভোটব্যাংক। অথচ সেদিন মমতা বলতেন, অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হোক।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি