ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পশ্চিমবঙ্গের নাম বাংলা, বিধানসভায় পাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২৬ জুলাই ২০১৮ | আপডেট: ১৫:৪০, ২৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিল অবশেষে পাশ হয়ে গেল বিধানসভায়। পশ্চিমবঙ্গের সরকারি নাম এবার থেকে শুধুই ‘বাংলা’। যদিও রাজ্যের এই নাম পরিবর্তন এখন কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায়। হিন্দি, বাংলা এবং ইংরেজি- এই তিন ভাষাতেই রাজ্যের সরকারি নাম হবে বাংলা।

রাজ্যের নাম পরিবর্তনের বিষয়ে দু’বছর আগে পরামর্শক নিয়োগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, বাংলা’তে রাজ্যের নাম হোক ‘বাংলা’। হিন্দিতে হোক ‘বঙ্গাল’ এবং ইংরেজিতে হোক ‘বেঙ্গল’। সেই প্রস্তাব কেন্দ্রের কাছেও দেওয়া হয়েছিল। কেন্দ্র থেকে ওই সময় পরামর্শ দেওয়া হয় যে কোনও একটি নাম রাখার।

আজ থেকে উনিশ বছর আগে ১৯৯৯ সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকার প্রথম ‘বাংলা’ নামের প্রস্তাব পেশ করে। সমস্ত রাজ্য সরকারের তালিকায় পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ ইংরেজি ‘ডব্লিউ’ দিয়ে শুরু হওয়ার কারণে একেবারে শেষের দিকে থাকে বলে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব দিয়েছিলেন মমতা।

সূত্র: এনডিটিভি
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি