ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

পহেলা বৈশাখ আগে বাড়ছে ইলিশের দাম [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বাংলা বর্ষবরণে পান্তা-ইলিশ খাওয়া যেনো অন্যতম অনুসঙ্গে পরিণত হয়েছে। বৈশাখ আসতেও বেশি দেরি নেই। ইলিশের বাজারেও তাই উঠতে শুরু করেছে বৈশাখী ঝড়। ৬ /৭শ গ্রামের ইলিশের দাম প্রতি জোড়ায় বেড়েছে এক থেকে দুইশ’ টাকা। 

খাল, বিল ও নদীর মাছের সরবরাহও বেশ ভালো। পাশাপাশি চাষের ও সাগরের মাছও আছে বাজার ভরা।

আদা, রসুন ও পেঁয়াজের দামও কমেছে।  চাইনা রসুনের কেজি ১শ আর দেশী ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩৫ টাকায়। ১২০ টাকা কেজির আদা এখন ১শ টাকা।

চালের বাজারেও খানিকটা স্বস্তি ফিরেছে।  মিনিকেট প্রতি কেজি ৬২ থেকে ৬৩, আর খুচরা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। গেলো সপ্তাহের ৪২ টাকার মোটা চাল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

৫ লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে কোম্পানী ভেদে ৪শ ৮০ থেকে ৫২০ টাকায়।

বাজারে সবজির সরবরাহও ভালো। বেশিরভাগ সবজির দাম কেজি ৫০ টাকার মধ্যে।

গরু ও খাসির মাংসের বাজার স্থিতিশীল। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৩০ টাকায়।

ভিডিও:

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি