ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

পাঁচ মিনিটেই স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু দুই শিক্ষার্থীর

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১২:২৮, ১০ মে ২০২৪

গুচ্ছভুক্ত ২৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় পাঁচ মিনিট দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেনি দুই ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

তারা হলেন, রাজধানীর লালবাগ থেকে আসা রাহাত আলম এবং নারায়ণগঞ্জ থেকে আসা এম এ মুনতাসীর ইসলাম। 

পরীক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পরীক্ষার্থী রাহাত ও মুনতাসীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১১টা ১০ মিনিটে এসে পৌঁছায়। নিয়মানুযায়ী ১১টা ৫ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানা যায়, গত ২৭ এপ্রিল গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষা শুরুর ২২ মিনিটের পরেও পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। এছাড়া গত ৩ মে গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ মিনিট পরেও ঢুকতে পেরেছে।  

মুনতাসীরের মা বলেন, এমনিতে তো আর দেরি হয় না। একজন শিক্ষার্থীর দেরি হলেও তার সুযোগ দেওয়া উচিত। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবেই আমরা দায়িত্ব পালন করছি। ১১টা ৫ মিনিটের পর ঢোকার কোন নির্দেশনা নেই। আমার কিছু করার নেই। আমি নিয়মের মধ্যে বাঁধা।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম  বলেন, ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী প্রক্টররা তাদের দায়িত্ব পালন করেছেন। আমরা ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেকই কাজ করেছি। 

বিগত দুটি পরীক্ষার পরীক্ষা শুরুর পরও পরীক্ষার্থী প্রবেশ করতে দেওয়া হলেও আজকে কেন প্রবেশ করতে দেওয়া হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি