ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রোহিঙ্গা নির্যাতন

পাঁচ শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ১৯ ডিসেম্বর ২০১৮

রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ ছড়ানো এবং বার্মিজ সেনাবাহিনীর গোপন যোগজাসশ থাকার দায়ে ফেসবুক মিয়ানমারের শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। বুধবার ফেইসবুক এই তথ্য নিশ্চিত করেছেন।

মোট ৪২৫ টি পেজ, ১৭ টি গ্রুপ, ১৩৫টি অ্যাকাউন্ট এবং ১৫টি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে করে দেওয়া হয়েছে।

এই পেইজগুলো সাধারণত খবর, বিনোদন, রূপচর্চা ও লাইফস্টাইলভিত্তিক ছিল। কিন্তু এগুলোর বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এবং দেশটির সেনাবাহিনীর সাথে গোপন যোগসাজশ রাখার অভিযোগ রয়েছে।  

এর আগে গত আগস্ট ও অক্টোবরেও রোহিঙ্গাবিরোধী বিদ্বেষ ছড়ানোর দায়ে অনেক অ্যাকাউন্ট ও পেজ ডিলিট করে দেওয়া হয়।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি