ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

পাক সংসদে ভারতকে ইমরানের হুঁশিয়ারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ৬ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরকে আরও দু'ভাগ করায় এবং কাশ্মীরিদের অধিকার কেড়ে নেওয়ায় ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার পাক সংসদে দাঁড়িয়ে রীতিমতো আক্রমণাত্মক ভঙ্গিতে ইমরান বললেন, ‘ভারত যে পথে এগোচ্ছে তাতে আরও একটা পুলওয়ামা হবে। আর তার জন্য পাকিস্তান দায়ী থাকবে না।’

পাক প্রধানমন্ত্রীর দাবি, ‘কাশ্মীর নিয়ে ভারত যে মনোভাব দেখাচ্ছে তা ঔদ্ধত এবং স্বৈরাচারের পরিচয়। আমরা চেয়েছিলাম আলোচনা করে শান্তিপূর্ণভাবে কাশ্মীর সমস্যার সমাধান করতে। কিন্তু ভারত সমস্যা আরও বাড়াচ্ছে।’ 

পাক প্রধানমন্ত্রীর দাবি, ভারতের পদক্ষেপ দ্বিজাতি তত্ত্বের প্রয়োজনীয়তা আরও একবার প্রমাণিত হল।

সোমবার ভারত ৩৭০ ধারা বিলোপ করায় নিজের দেশেই বেশ কোণঠাসা হয়ে পড়েছেন পাক প্রধানমন্ত্রী। বিরোধীরা তাকে সংসদে কোণঠাসা করছেন। এই পরিস্থিতিতে কাশ্মীর ইস্যুতে আলোচনার জন্য সংসদের যৌথ অধিবেশন ডেকেছিলেন তিনি। 

মঙ্গলবার সেখানে বক্তৃতা রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন,‘ক্ষমতায় আসার পর আমার প্রথম উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, যাতে আমরা আমাদের আর্থিক পরিস্থিতি শোধরাতে পারি। ভারতের সঙ্গেও আমরা আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু আমার সন্দেহ ছিল, ভারত আলোচনা চায় না। গতকাল যা হয়েছে তাতে আমরা সেই সন্দেহই বিশ্বাসে পরিণত হয়েছে। ভারত আলোচনা চায় না। ভারতে হিন্দুদের সব ধর্মের উপরে গণ্য করা হয়। অন্য সব ধর্মকে দমিয়ে রাখা হয়। আমরা শুধু কাশ্মীরবাসীর জন্য লড়াই করছি না। আমরা লড়াই করছি ধর্মবিদ্বেষের বিরুদ্ধে।’ 

ইমরান খান বলেন, ‘এবার কাশ্মীরে আরও দমননীতি চালাবে ভারত। সেনাবাহিনী ব্যবহার করে কাশ্মীরিদের নির্মমভাবে দমন করা হবে। আমার ভয় ওরা কাশ্মীরের মাটির জন্য কাশ্মীরদের নির্মমভাবে গণহত্যা করতে পারে। এই ধরনের পদক্ষেপ যদি নেওয়া হয়, তাহলে পুলওয়ামার মতো ঘটনা আবার ঘটবে, ঘটতে বাধ্য। এতে পাকিস্তানের কিছু করার থাকবে না।’সূত্র-জিনিউজ।

এনএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি