ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

পাক সেনাপ্রধানের মেয়াদ বাড়ল তিন বছর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১৯ আগস্ট ২০১৯

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির বর্তমান অবস্থা বিবেচনা করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার চাকরির মেয়াদ আরো তিন বছর বাড়িয়েছে করেছে দেশটির সরকার। পাকিস্তানের দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন পিটিভির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ডন।

সেই দেশের প্রধানমন্ত্রী ইমরান খান সেনাপ্রধানের চাকরির মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া ইমরান খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘জেনারেল কামার জাভেদ বাজওয়াকে আর্মি চিফ অব স্টাফ পদে আরো তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকে এই সময় নির্ধারণ কার্যকর হবে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির বর্তমান অবস্থা বিবেচনা করে তাঁর মেয়াদ বাড়ানো হলো।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সময়ে জেনারেল বাজওয়া দেশটির ১৬তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালের ২৯ নভেম্বর পূর্বসূরী জেনারেল রাহিল শরীফের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তাঁর মেয়াদ বাড়ানো হলো।

 টিআর/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি