ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পাকিস্তানে উড়ল ভারতীয় পতাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১৬ আগস্ট ২০১৯

কাশ্মীর ইস্যুতে পাক-ভারত সম্পর্কের অবনতির মধ্যেই ভারতের পতাকা উড়ল পাকিস্তানের মাটিতে। শুক্রবার (১৫আগস্ট) ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে এ পতাকা উড়ানো হয়। তবে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়ার অনুপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন করেন ভারতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গৌরব আলুওয়ালিয়া। এর পর ভারতের রাষ্ট্রপতির বার্তা পড়ে শোনান তিনি।

এটি ছিল ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবস। সে কারণেই ওড়ানো হলো ভারতের জাতীয় পতাকা।

স্বাধীনতা দিবস পালনের সেই ছবি টুইট করেছে ভারতীয় হাইকমিশন। ছবিতে প্রায় ৫০ জনকে ভারতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের ১৩ জন কর্মকর্তা তাদের পরিবার নিয়ে দেশে ফিরে গেছেন।

পাকিস্তানের এই দাবি অস্বীকার করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানান, ঈদের ছুটিতে কয়েকজন তাদের বাড়ি গিয়েছেন মাত্র।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণা দিয়ে কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারতীয় সরকার।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে বহিষ্কার করে পাকিস্তান। সে সময় অজয় বিসারিয়া বলেছিলেন, ভারতের পতাকা হাইকমিশনের অফিসে উড়বেই।

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি