ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

পাকিস্তানে প্রথম নারী প্রধান বিচারপতি নিয়োগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানের বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে সাইয়েদা তাহিরা সাফদার নামে একজন নারীকে। এরইমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে প্রধান বিচারপতি নিয়োগ দেয়া হলো।

বেলুচিস্তানের গভর্নর মুহাম্মাদ খান আচাকজাই প্রাদেশিক রাজধানী কোয়েটার গভর্নর ভবনে বিচারপতি তাহিরার শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে সিনিয়র বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিচারপতি সাফদার তাহিরা বেলুচিস্তান হাইকোর্টের ১৮তম প্রধান বিচারপতি। তিনি সাবেক প্রধান বিচারপতি মুহাম্মাদ নূর মুসকানজাইয়ের স্থলাভিষিক্ত হবেন।

এর আগে সাফদার তাাহিরাই ছিলেন বেলুচিস্তান প্রদেশের প্রথম সিভিল জজ এবং পরবর্তীতে তিনি বেলুচিস্তান হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন।

আরকে//


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি