ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানে বন্দুকধারীদের পৃথক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। এদিকে বোমা হামলার আরেক ঘটনায় তিন চীনা প্রকৌশলী মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানা গেছে।

দেশটির বেলুচিস্তান প্রদেশের স্থানীয় সরকারের মুখপাত্র ফাজিউল্লাহ ফারাক বলেন, তিন পুলিশ সদস্যকে হত্যাকারী বন্দুকধারীও পরবর্তীতে নিহত হয়েছেন। ওই সময় বন্দুকধারীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনায় অন্তত দুই পুলিশ সদস্যও আহত হন বলে জানা গেছে।

এদিকে নির্বাচন পরবর্তী সময়ে দেশটিতে জঙ্গি হামলার ঘটনা আরও বেড়ে গেছে। এদিকে জঙ্গি গোষ্ঠী তালেবান ও অন্যান্য গোষ্ঠী দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী লক্ষ করে হামলা চালিয়ে আসছে। তাদের হামলায় নির্বাচন পূর্ববর্তী এক জনসভায় শতাধিক নিহত হন।

সূত্র: গার্ডিয়ান
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি