ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

পাকিস্তানে বিয়ের বাস গিরিখাদে, নিহত ২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ৩১ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:৩৮, ৩১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পাকিস্তানের একটি যাত্রীবোঝাই বাস রাতের অন্ধকারে সড়ক থেকে খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। দুর্ঘটনায় হতাহতরা সবাই একই গোত্রের সদস্য। তারা বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঐ বাসটি ভাড়া করেছিলেন। 

শুক্রবার বাতে দেশটির খাইবার পাখতুনখোয়ার কান্দিয়া তেহসিলে দূর্ঘটনা কবলিত এ বাসে ৩৫ জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন অনেকেই। তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, বাসটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। গন্তব্যে পৌঁছানোর আগেই বাসটি দুর্ঘটনার শিকার হয়। কোহিস্তানের ডেপুটি কমিশনার বলেন,‘দুর্ঘটনার সময় বাসে ৩১ জন যাত্রী ছিলেন। পাবর্ত্য এলাকায় খাদে পড়ে যায় বাসটি। প্রায় সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ৮জনকে খাদ থেকে উদ্ধার করা হয়। তবে তাঁদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। বাকিদেরও উদ্ধার করা হয়। একে একে এখনও পর্যন্ত মোট ২৪জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। অন্ধকারের জেরে উদ্ধারকাজে সমস্যা হয়।’ 

তবে কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি