ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

পাঞ্জাবির দোকানে ভীড়; ক্রেতাশূণ্য শাড়ীর দোকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৪, ২২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ বাজারের শেষ সময়ে রাজধানীতে পাঞ্জাবিসহ ছেলেদের অন্যান্য পোশাকের দোকানে ভীড় থাকলেও, প্রায় ক্রেতাশূণ্য শাড়ীর দোকান। দেশের বাইরে গিয়ে শপিং করার মানসিকতা আর অনলাইনের দোরাত্বে শাড়ী ব্যবসায় ধস নেমেছে বলে জানালেন ব্যবসায়িরা।


শাড়ীর দোকানে বিক্রেতাদের এমন আয়েশী ভঙ্গিতে বসে থাকা দেখে বোঝার উপায় নেই দরজায় কড়া নাড়ছে ঈদ।

ব্যবসায়িরা জানালেন, আগের বছর গুলোর তুলনায় শাড়ী বিক্রি আশংকাজনক হারে কমে গেছে। এজন্য অনলাইন মার্কেটিং আর ভারতসহ অন্যান্য দেশে গিয়ে কেনাকাটা করাকে দায়ি করছেন তারা।

ক্রেতা টানতে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছেন অনেকে।

তবে, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্টের দোকানে বেচাকেনা এখনো বেশ জমজমাট।

অধিকাংশ মানুষেরই ঈদের পোশাক কেনা শেষ। এখন তারা ঝুঁকছেন আনুষঙ্গিক জিনিস কিনতে।

সাধ আর সাধ্যের সমন্বয় ঘটিয়ে পছন্দের পণ্য কিনতে পারায় সবার মুখেই তৃপ্তির হাসি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি