পাবনায় ক্যাথলিক চার্চের নৈশপ্রহরীকে হামলার ঘটনায় মামলা দায়ের
প্রকাশিত : ১৪:২৬, ১১ মার্চ ২০১৭ | আপডেট: ১৪:২৬, ১১ মার্চ ২০১৭
পাবনায় ক্যাথলিক চার্চের নৈশপ্রহরী গিলবার্ট ডি কস্তাকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
গত শুক্রবার রাতে চাটমোহর উপজেলার মথুরাপুর ক্যাথলিক চার্চের নিরাপত্তা ও শান্তি কমিটির আহবায়ক ননী গাব্রিয়েল কস্তা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। এর আগে, শুক্রবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা চার্চের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এ’সময় নৈশপ্রহরী গিলবার্ট ডি কস্তা বাধা দিতে গেলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে ওই রাতেই অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।
আরও পড়ুন