ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

পাবনায় ভটভটি উল্টে প্রাণ গেল কিশোরের

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪১, ২৮ জুন ২০২২

Ekushey Television Ltd.

পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়নের আঞ্চলিক মহাসড়কে চক-দুবলিয়ায় ইঞ্জিল চালিত ভটভটি উল্টে গাড়ির হেলপারের নিহত হয়েছে। তার নামক শাকিল হোসেন (১৭)। এসময় গাড়ির চালক ও আরও এক হেলপার আহত হয়। মঙ্গলবার (২৮ জুন) সকালে সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত হেলপার দোগাছির মুনিবপুর গ্রামের আদালত প্রামানিকের ছেলে।

পাবনা সদর থানা ওসি তদন্ত আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, এ সকল অবৈধ যানবাহন সড়কে চলাচল করার কারণে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়কে অবৈধ যানবাহন চলাচল অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি