পাবনায় সন্ত্রাসীর হামলায় স্কুল ছাত্র নিহত
প্রকাশিত : ১৪:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৪১, ৩ ফেব্রুয়ারি ২০১৭
পাবনার আতাইকুলায় অভি নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত অভি আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে ছিলো অভি। শনিবার সকালে মাঠের ভেতর তার মৃতদেহ পাওয়া যায়। আতাইকুলা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত অভি আতাইকুলা থানার শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে।
আরও পড়ুন