ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পাবনায় ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে গুলিতে নিহত ১

প্রকাশিত : ১৫:৪০, ২২ মে ২০১৬ | আপডেট: ১৫:৪০, ২২ মে ২০১৬

Ekushey Television Ltd.

পাবনা সদরের গয়েশপুরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী সান মোল্লা ও আমজাদ হোসেন বিশ্বাস ও তাদের সমর্থকদের মধ্যে বিরোধ বেশ কিছুদিন ধরে। এরি জেরে সকালে সান মোল্লার সমর্থকরা আমজাদ মোল্লার ভাতিজা রহিম বিশ্বাসকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর   কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বগুড়ার কাহালুতে ৫ নম্বর মুরইল ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রতিবাদে বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সমর্থকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি