পারমাণবিক অস্ত্রাগারের পরিধি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প
প্রকাশিত : ১৪:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগারের পরিধি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে এ’কথা জানিয়েছেন তিনি।
পারমাণবিক অস্ত্র ক্ষমতায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে বলে মনে করেন ট্রাম্প। তবে, সমালোচকদের মতে, দেশটির কাছে তুলনামূলক বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এদিকে, সিএনএন জানিয়েছে, মার্কিন নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিদের যোগাযোগের বিষয় প্রকাশ্যে নাকচ করতে এফবিআইকে অনুরোধ করেছিল হোয়াইট হাউস। কিন্তু, সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে এফবিআই। একাধিক কর্মকর্তা সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াইট হাউস চেয়েছিলো, প্রতিবেদনগুলো ভুল ও রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সহযোগিদের কোনো যোগাযোগ হয়নি বলে জানাক গোয়েন্দারা।
আরও পড়ুন