ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পার্লারের আড়ালে মধুচক্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের কলকাতা শহরের পার্ক স্ট্রিটির এক পার্লারে রূপচর্চার পরিবর্তে মধুচক্র চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ওই পার্লারে অভিযোগ চালিয়ে নয়জন যৌনকর্মী, তিনজন খদ্দের এবং দালালসহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (ক্রাইম) নিষাদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুকুর থানার পুলিশরা ওই পার্লারে হানা দেয়। তখন ওই পার্লারে মধুচক্রের আসর জমছে। এরপর ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ ও প্রমাণের ভিত্তিতে তিনজন খদ্দের এবং দালালসহ মোট ১৮ জন গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, প্রসঙ্গত পার্ক স্ট্রিটে এমন ঘটনা নতুন নয়। এর আগে ২০১৫ সালে অভিযান চালিয়ে কলকাতা পুলিশ পার্ক স্ট্রিটের গেস্ট হাউসগুলোতে মধুচক্রের সন্ধান পায়।

সূত্র: এবেলা।

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি