ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

পাসের হার সবচেয়ে বেশি মাদ্রাসায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ১৯ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:০৩, ১৯ জুলাই ২০১৮

এ বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১০ বোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সবচেয়ে ভালো ফল করেছে। এবার আলিম পরীক্ষায় পাশের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ।  যেখানে ১০ শিক্ষাবোর্ডে পাশের হার মাত্র ৬৬ দশমিক ৬৪ শতাংশ।  

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১০ শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন। এসময় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী এ সময় জানান, এ বছর ১০ বোর্ডে পরীক্ষা দিয়েছে মোট ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৮ লাখ ৫১ হাজার ৭০১ জন। যা গত বছরের চেয়ে ৫৭ হাজার ৯০ জন বেশি। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষা দিয়েছিল মোট ৯৭ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৭৬ হাজার ৯৩২ জন। পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক হাজার ২৪৪ জন।

গত বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছিল ৯৬ হাজার ৮০২ জন। এর মধ্যে পাস করেছিল ৭৪ হাজার ৫৬৪ জন। গতবারের চেয়ে এবার ৯৫১ জন বেশি পরীক্ষায় অংশ নেয়। পাশ বেশি করেছে দুই হাজার ৩৭১ জন।

গত বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ছিল ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ। আর এবার পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে পাসের হার বেড়েছে এক দশমিক ৬৫ শতাংশ। তবে গতবার জিপিএ ৫ পেয়েছিল এক হাজার ৮১৫ জন। এবার পেয়েছে ১২৪৪ জন। ৫৭১ জন কম জিপিএ ৫ পেয়েছে।

দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন। দেড়টায় শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। মুঠোফোনে এস এম এস করেও ফল জানা যাবে।

যেভাবে মোবাইল ফোনে পাওয়া যাবে ফল

আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা মোবাইল ফোনে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে মিলবে ফল।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাবেন। পরের এসএমএসে তাঁরা ফল পেয়ে যাবেন।

কারিগরি শিক্ষা বোর্ড ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরের এসএমএসে ফল জেনে যাবেন শিক্ষার্থীরা।

/ এআর /


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি