পাহাড় ও গাছ কাটা বন্ধ না হলে পার্বত্যাঞ্চলে দুর্ঘটনা বাড়ার আশংকা
প্রকাশিত : ১৮:৪২, ১৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৭, ১৪ জুন ২০১৭

পাহাড় ও গাছ কাটা বন্ধ না হলে পার্বত্যাঞ্চলে দুর্ঘটনা আরো বাড়ার আশংকা করছেন বিশেষজ্ঞরা। ধস ঠেকাতে বিশেষ প্রজাতির ঘাস ও লম্বা শেকড় হয় এমন গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন তারা।
প্রতি বছরই টানা বর্ষনের সময় পাহাড় ধসের কবলে পড়েন পার্বত্যাঞ্চলের মানুষ। ২০০৭ সালের জুন মাসে পাহাড় ধসে মারা যায় ১২৮ জন। এর পর ২০১৫ সাল পর্যন্ত মারা যায় আরো ১৯৪ জন। এবারও বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় বেড়েছে উদ্বেগ-উৎকন্ঠা।
প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় এত মানুষের মৃত্যুর কারন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাছাড়া ওই পাহাড়গুলো বেলে মাটি হওয়ায় বৃষ্টিতে ভারী হয়ে ধসে পড়ে বলেও মনে করেন তারা।
এমন পরিস্থতিতে পাথর বেষ্টিত পাহাড়ি এলাকায় বসবাসের তাগিদ দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মাটি শক্ত করতে ঘাস ও লম্বা শেকড় যুক্ত গাছ লাগানোর পরামর্শ তাদের।
ভারতসহ বিভিন্ন দেশে পাহাড় ধস ঠেকাতে এ ধরনের ঘাস লাগিয়ে উপকৃত হচ্ছে বলেও জানান তারা।
আরও পড়ুন