ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

পাহাড় ধস ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পদক্ষেপ নেয়া হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৩, ১৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

পাহাড় ধস ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরী পদক্ষেপ নিয়েছে সরকার। এরইমধ্যে ১৮টি আশ্রয় কেন্দ্রে প্রায় সাড়ে ৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তাৎক্ষনিকভাবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় ৫শ মেট্রিক টন চাল ও ১২ লাখ টাকা বিতরন করেছে। এদিকে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে ব্যাপক হতাহতের ঘটনায় করনীয় নিয়ে
সচিবালয়ে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সংবাদ সম্মেলন। মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন তিনি।
নিহতের পরিবারকে নগদ ২০ হাজার ও আহতদের পরিবারকে ১০হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মন্ত্রী।
এদিকে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগের সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষেল পাশে থাকবে বলেও জানান তিনি।
ক্ষতিগ্রস্থ এলাকায় সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা যৌথভাবে কাজ করছে বলেও জানান ওবায়দুল কাদের।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি