ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

পুঁজিবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ২৮ মে ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটির আওতায় দেশের পুঁজিবাজারও ছুটিতে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নেতৃত্বের অধীনে প্রথম কমিশন আজ (২৮ মে) অনুষ্ঠিত হবে। এ সভায় শেয়ারবাজারে লেনদেন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএসইসির চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় গত ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ৪ বছরের জন্য নিয়োগ দেয় সরকার। আর ২০ মে কমিশনার হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ পান একই বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ড. মিজানুর রহমান ও ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

করোনা ভাইরাসের কারণে দুই মাসের বেশি সময় ধরে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এ কারণে শেয়ারবাজারেও দুই মাসের বেশি সময় ধরে লেনদেন বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম নেতৃত্বাধীন কমিশন বৈঠকে বসছেন।

এ কমিশন সভায় মূল এজেন্ডা হিসেবে থাকছে শেয়ারবাজারে লেনদেন চালু করার বিষয়টি। সরকার সাধারণ ছুটির মেয়াদ না বাড়ানোয় স্বাভাবিক নিয়মেই ৩১ মে থেকে শেয়ারবাজারে লেনদেন আবার চালুর সম্ভাবনা রয়েছে। কমিশন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি