ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

পুঁজিবাজার বন্ধের সময় আরও বাড়ল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ৫ এপ্রিল ২০২০

দেশে করোনাভাইরাসের বিস্তার মোকাবিলার অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত শেয়ারবাজারের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। রোববার (৫ এপ্রিল) রাতে ডিএসই এবং সিএসই থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই স্টক এক্সচেঞ্জ থেকেই জানানো হয়েছে, দেশের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ১৪ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ১৪ এপ্রিল পর্যন্ত ডিএসই এবং সিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাফতরিক কাজ বন্ধ থাকবে।

এদিকে, করোনাভাইরাসের বিস্তার রোধে তিন দফায় ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরই প্রেক্ষিতে জরুরি উৎপাদন ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ব্যতীত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

আরকে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি