ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পুঁজিবাজারে উর্ধ্বমুখী প্রবণতা

প্রকাশিত : ১৯:২৫, ৩১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৫, ৩১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে দেশের পুঁজিবাজার। টানা দরপতনের পর বেড়েছে সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। তবে কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১২১টির, আর ২০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৯৫৬ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৪৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে। অন্যদিকে, সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৮৯টির, আর ২০টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে প্রায় ৫০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি