ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে

প্রকাশিত : ১৬:৫৯, ২ মে ২০১৬ | আপডেট: ১৬:৫৯, ২ মে ২০১৬

Ekushey Television Ltd.

পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। সোমবারও দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টি, কমেছে ২০৯টির, আর ২৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪৬১ কোটি ১৭ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৪ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ১৭১ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪৬টির, আর ১৮টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি