ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত : ১৮:৩১, ৩০ মে ২০১৯

সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে। একইসঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১১৫টির, আর ৫০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। 

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৩৭৭ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪২৫ কোটি টাকা।

সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮৩টির, আর ৩৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৪২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি