ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পুঁজিবাজারে সূচকের সাথে বেড়েছে লেনদেন

প্রকাশিত : ১৮:২৬, ২৭ মে ২০১৯

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে উভয় শেয়ারবাজারে লেনদেন। তবে কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও বেড়েছে। বেড়েছে উভয় বাজারের সূচকও। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮২৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের দিন থেকে ১৩ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩২৮ কোটি টাকার।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে ১০৭টির বা ৩১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৫টি বা ৫০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি বা ১৯ শতাংশ কোম্পানির।

টাকার অংকে ডিএসইতে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, নিউ লাইন ক্লোথিংস, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন কেবলস, উত্তরা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক, রানার অটোমোবাইল এবং ফরচুন সুজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

এ বাজারে ১৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে দেড় কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৭ কোটি ৬ লাখ টাকা।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি