ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৬, ১২ নভেম্বর ২০১৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে যোগ দিয়ে দুই নেতা এই আলোচনা করেছেন বলে তিনি দাবি করেন। তবে তাদের মধ্যে আনুষ্ঠানিক ও দ্বিপক্ষীয় কোনো আলোচনা হয়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এসময় তাদের মধ্যে সিরিয়া,আইএস ও আমেরিকার নির্বাচনে রাশিয়ার-হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে আলোচনা হয়েছে বলে ট্রাম্প দাবি করেন।

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকার অভিযোগে পুতিন বিব্রত বলেও তিনি দাবি করেন । তিনি বলেন, আলোচনায় পুতিন অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আমেরিকার অভিযোগের কারণে তিনি বিব্রত। তিনি আমাকে সরাসরি বলেছেন যে, আমাদের নির্বাচনে তিনি কোনো ধরণের নাক গলাননি।

পুতিন আরও দাবি করেন, রাশিয়ার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কের ঘাটতি ছিল। তাদের মধ্যে তিক্ত সম্পর্ক ছিল। তাই নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটরা রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তুলছে।

সূত্র: বিবিসি

এমজে/ এআর

    


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি