ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে দিয়াজকে

প্রকাশিত : ১১:৫৩, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৩, ১০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হচ্ছে। সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে কবর থেকে দিয়াজের মরদেহ তোলা হয়। এ’সময় সিআইডি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে পুনরায় ময়নাতদন্তের জন্য দিয়াজের মরদেহ তোলার আদেশ দেন। একইসঙ্গে তিন সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করে ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধানকে নির্দেশ দেয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি