ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পুরান ঢাকার আবাসিক এলাকায় বাড়ি-ঘর আর কলকারখানা মিলে মিশে একাকার

প্রকাশিত : ১১:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১৯, ৯ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

পুরান ঢাকার আবাসিক এলাকায় বাড়ি-ঘর আর কলকারখানা মিলে মিশে একাকার। প্রায় প্রতিটি বাড়িতে কিংবা এর আশপাশে রয়েছে ছোট-বড় নানান কারখানা। যার অধিকাংশরই নেই অনুমোদন, নেই ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসব কারখানায় আগুন লাগছে প্রায়শই, ঘটছে হতাহতের ঘটনাও। পুরান ঢাকার হাজারিবাগ, সিদ্দিক বাজার, বংশাল ইসলামপুর। শিল্প, বাণিজ্য আর আবাসিক মিলিয়ে সারক্ষণই লাখো মানুষের ব্যস্ততা। এখানকার প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে কোন না কোন কারখানা। ছাপরা ঘরে চলছে পোশাক ও চামরাজাত বিভিন্ন পণ্য তৈরির কাজ। এসব কারখানার বেশিভাগ কোন অনুমোদন নেই। নেই ট্রেড লাইসেন্সও। ছাড়পত্র কিংবা সনদ সম্পর্কেও জানেননা মালিক-শ্রমিকরা। তবে শ্রমিকরা বলছেন, ঝুঁকিকে আছেন তারা। প্রায়ই দুর্ঘটনার মুখোমুখি হতে হয় তাদের। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আসাসিক এলাকায় গড়ে ওঠা প্রতিটি কারখানাই ঝুঁকিপূর্ণ। এগুলো সরিয়ে নেয়ার তাগিদও দিলেন তারা। ঘনবসতিপূর্ন এই এলাকা থেকে ঝুঁকিপূর্ণ কারখানাগুলো দ্রুত সরিয়ে নেয়ার দাবি বাসিন্দাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি