ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সমাবেশে গ্রেনেড হামলা

পুলিশের উপ-প্রধানসহ গ্রেফতার ৩৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামলায় মৃতের সংখ্যা দুইজনে পৌঁছেছে। এখনো অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে রাজধানী আদ্দিস আবাবায় হামলার ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ সন্দেহভাজ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আমির আমারন গত রোববার বলেন, ইতোমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় ১৫৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। জানা যায়, গতি শনিবার ওই গ্রেনেড হামলার পরপরই হাজার হাজার জনতার সামনে দেওয়া বক্তব্য বন্ধ করে দেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। এরপরই তাকে ঘিরে ধরেন তার সমর্থকরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে বাসভবনে নিয়ে যাওয়া হয়।

এদিকে দায়িত্বে অবহেলা ও সন্দেহভাজন হিসেবে আদ্দিস আবাবার পুলিশের পুলিশের উপ-প্রধানসহ নয় পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। মূলত দায়েত্বে অবহেলার জন্যই তাদের গ্রেফতার করা হয়েছে। এদিকে এই ঘটনায় আরও ৩০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো গ্রুপই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: আল-জাজিরা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি