ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

পূর্ব ঘৌতায় শরণার্থী জীবনে দেড় লাখ মানুষের প্রবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৪৬, ৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

যুদ্ধবিধ্বস্ত পূর্ব ঘৌতা থেকে ১ লাখ ৩০ হাজার বেসামরিক নাগরিক পালিয়ে অনত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আসাদ বাহিনীর বিমান হামলার পরপরই ওই এলাকা থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক পালাতে শুরু করেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, জাতিসংঘ ও এর সহযোগী সংঘটনগুলো সিরিয়ার মানবিক সংকট সমাধানে কাজ করে যাচ্ছে। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তা যথেষ্ঠ নয় বলে জানিয়েছেন তিনি।

জাতিসংঘের দাবি, পূর্ব ঘৌতায় সব ধরণের মানবিক সহায়তা পৌঁছে দিতে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীগুলোকে প্রবেশাধিকার দিতে হবে। এ ছাড়া যারা অন্যত্র সরে যেতে চাইবেন , তাদেরকে অবশ্যই নিরাপদে পৌঁছে দিতে হবে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল একটি রিসোলেশন পাশ করে। এর আওতায় সিরিয়ায় যুদ্ধবিরতি প্রস্তাব আনা হয়।

তবে জাতিসংঘের এই রিস্যোলোশেনের তোয়াক্কা না করে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পূর্ব ঘৌতায় মার্চ মাস থেকে হামলা চালানোর নির্দেশ দেন। এরপরই রুশ ও সিরীয় সেনাদের মিলিত আক্রমণে পূর্ব ঘৌতায় পৃথিবীর দোযখ নেমে আসে। এরই মধ্যে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া ৪ লাখ মানুষের ঘরবাড়ি পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি