ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

পেঁয়াজ আমদানি অব্যাহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৯, ৬ ডিসেম্বর ২০১৯

দেশের পেঁয়াজের সংকট কাটাতে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশ থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবারও ৪১৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফ ১২২৭ মেট্রিক টন পেঁয়াজ এবং চট্রগ্রাম সমুদ্র বন্দর হয়ে ২৯৩২ মেট্রিক টন পেঁয়াজ দেশে পৌঁছে। এসব পেঁয়াজের ১২২৭, ৩৮৪, ৮৪, এবং ২৫০০ যথাক্রমে মিয়ানমার, চীন, মিশর ও তুরস্ক থেকে আমদানি করা হয়েছে। বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান এ সকল পেঁয়াজ আমদানি করছে।

দেশে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় দেশে পেঁয়াজ আমদানি সরবরাহ এবং সার্বিক পরিস্থিতি সর্বাধিক গুরুত্ব দিয়ে মনিটরিং অব্যাহত রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি