ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

প্রতি বছর ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকেট পেতে পোহাতে হয় ঝক্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ১৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ১৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

প্রতি বছর ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকেট পেতে পোহাতে হয় বিরাট ঝক্কি। কাংখিত টিকেটের জন্য রাতভর কমলাপুর রেল স্টেশনে অপেক্ষায় থাকেন ঘরমুখো মানুষ। আজ পঞ্চম দিনে দেয়া হচ্ছে ২৫ জুনের টিকেট আর এরইমধ্য দিয়ে শেষ হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 

ঈদে বাড়ি ফেরায় নিন্ম আয়ের মানুষের প্রথম পছন্দ রেল। বরাবরের মতো এবারও মধ্যরাতে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষা। সোনার হরিণ টিকেট পেতে কেউ কেউ লাইনে দাঁড়িয়েছেন আগের দিন দুপুর থেকে। ক্লান্তিতে কেউ স্টেশনেই খানিকটা ঘুমিয়ে নেন টিকেট যুদ্ধে নামার আগে।

টিকেটের জন্য নারীরাও দুপুর অথবা বিকেল থেকে রয়েছেন লাইনে।
টিকেট কালোবাজারির অভিযোগ না থাকলেও অব্যবস্থাপনায় বিরক্ত টিকেট কিনতে আসা মানুষ।
এদিকে সায়দাবাদের বাস কাউন্টারগুলোয় চিত্র ভিন্ন। আগাম টিকেট বিক্রির জন্য বসে থাকলেও নেই তেমন যাত্রীর চাপ।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি