ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রত্যাশার পুরোটাই পূরণ করেছে মুস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২১:৫৯, ১৫ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

প্রত্যাশার পুরোটাই পূরণ করছেন টাইগারবয় মোস্তাফিজুর রহমান। টানা দুবছর হায়দ্রাবাদে বিস্ময় দেখানোর পর এবার মুম্বাই ইন্ডিয়ান্সেও তার পারফরমেন্স উজ্জ্বল। ইতোমধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের চাহিদা ষোলোকলায় পূর্ণ করেছেন বাংলাদেশি পেস বোলার মোস্তাফিজ। নতুন দলে পারফরমেন্স করতে পেরে মোস্তাফিজও দারুণ উচ্ছ্বসিত।

মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে মোস্তাফিজ বলেন, ‘এই বছর ফাস্ট মুম্বাইয়ে খেলছি। আগের দুই বছর হায়দ্রাবাদে খেলছি। ড্রেসিংরুমে অনেক সিনিয়র প্লেয়ার আছে। আমার বয়সীও অনেকেই আছে। সবার সঙ্গে যোগাযোগটাও অনেক ভালো। কোচাররাও অনেক হেল্পফুল। প্লেয়াররা অনেক হেল্পফুল। সবসময় নতুন কোচের কাছ থেকে নতুন কিছু শেখা যায়। বুমরাহও খুব ভালো বল করছে। ও ডেথ ওভারে খুব ভালো বোলিং করতে পারে। দুজনে একসঙ্গে বোলিং করছি, আমারও খুব ভালো লাগছে’।

মোস্তাফিজুর রহমানের এবারের পারফরমেন্সে চোখ বুলিয়ে দেখা যায়, কাটারবয় তিন ম্যাচ খেলে ৭১ বলে মাত্র ৮০ রান দিয়েছেন। যেখানে ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ৬ দশমিক ৭৬ রান, যেখানে হরহামেশাই বোলিংদের গড় রান রেট থাকে ৮ এর উপরে।

ইতোমধ্যে তিন ম্যাচ খেলে ৫ উইকেট তুলে নিয়েছেন দ্য ফিজ। এতে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছেও মোস্তাফিজ হয়ে উঠেছেন এক দুর্ভেদ্য অস্ত্র।

সূত্র: ইএসপিএন, মুম্বাই ইন্ডিয়ান্স অফিসিয়াল ওয়েবসাইট
এমজে/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি