ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

প্রথম জাপানি হিসেবে ইউএস ওপেনের ফাইনালে ওসাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৭ সেপ্টেম্বর ২০১৮

ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। আর এর মধ্য দিয়ে কোনো গ্রান্ড স্লামের প্রথম ফাইনালে পৌঁছেছেন দেশটির কোনো তারকা। এদিকে ইউএস ওপেনের ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী টেনিসের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস।

সেমি-ফাইনালে ৩৬ বছর বয়সী সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি লাতভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভা। মাত্র এক ঘণ্টার লড়াইয়ে ৬-৩, ৬-০ গেমে সেভাস্তোভাকে উড়িয়ে দেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা। অন্যদিকে শেষ চারে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পা রাখেন ওসাকা।

আগের তিন দেখায় কখনোই কিসকে হারাতে না পারা ২০ বছর বয়সী ওসাকা সেমি-ফাইনালে জেতেন ৬-২, ৬-৪ গেমে। শনিবার ফাইনালে ওসাকাকে হারাতে পারলে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপার রেকর্ডে ভাগ বসাবেন সেরানা।

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি