প্রথম মার্কিন লেখক হিসাবে ম্যান বুকার পুরস্কার জিতেছেন পল বেটি
প্রকাশিত : ১২:২৮, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:২৮, ২৬ অক্টোবর ২০১৬
প্রথম মার্কিন লেখক হিসাবে ম্যান বুকার পুরস্কার জিতেছেন পল বেটি।
দ্য সেলআ্ধসঢ়;উট- উপন্যাসের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। লস এঞ্জেলসের শহরতলীতে এক কালো যুবকের দাসত্ব আর বর্নবাদ পৃথকীকরনের লড়াইয়ের বর্ননা আছে এ কাহিনীতে। লন্ডনের গুইডহলে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। স্লামবারল্যান্ড, টাফের মত জনপ্রিয় উপন্যাসের এ লেখক ১৯৬২ সালে লস এঞ্জেলেস জন্মগ্রহণ করেন।