ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

প্রথম ম্যাচের দু:স্মৃতি ভুলে রাতে মাঠে নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৫ জুন ২০১৮ | আপডেট: ১১:০৯, ৫ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতায় আফগানদের কাছে ধরাশয়ী হয়েছেন সাকিব আল হাসানরা। সেই যন্ত্রণায় মোড়ানো সেই দু:স্মৃতি ভুলে আজ রাতে আবার মাঠে নামছে সাকিব বাহিনী।
রাত ৮.৩০ মিনিটে খেলাটি শুরু হবে। ভেন্যু ভারতের দেরাদুন। সিরিজ জিইয়ে রাখতে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। তাই  পরাজয়ের খোলস থেকে বেরিয়ে আসতে হবে।
প্রথম ম্যাচে পরাজয়ের কারণগুলোও অনুসন্ধান করেছে টিম ম্যানেজমেন্ট। ওই ম্যাচে বেশ কয়েকটি ভুল ছিল। প্রথমত-এক ওভারে এক রান দিয়ে দুই উইকেট তুলে নেওয়ার পরও মাহমুদুল্লাহকে দিয়ে বল না করানো। দ্বিতীয়ত শেষ তিন ওভারে টাইগার বোলারদের খরুচে বোলিং। তৃতীয়ত, ব্যাটসম্যানদের অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট বিসর্জন দেওয়া। চতুর্থত, বড় কোনো জুটি গড়ে না উঠা।
এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সাকিব-মুশফিক-মাহমুদুল্লাহ-তামিমদের আজ দৃঢ়তা দেখাতে হবে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি