ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

প্রধানমন্ত্রী জঙ্গিবাদ টিকিয়ে রাখতে চান কিনা সংশয়ে আছে জনগনঃ রিজভি

প্রকাশিত : ১৪:৩২, ১১ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:৩২, ১১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন প্রধানমন্ত্রী জঙ্গিবাদ টিকিয়ে রাখতে চান কিনা সেটা নিয়ে সংশয়ে আছে দেশের জনগন। সোমবার সকালে ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপা আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন । সমাবেশে রিজভী আরো বলেন, ক্ষমতায় থাকতে এবং জনগন ও বিএনপির আন্দোলনের মুখে টিকে থাকতে সরকার নাশকতার আশ্রয় নিচ্ছে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহ বলেন, রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করতে গিয়ে পুলিশকে দিয়ে মিথ্যাচার করাচ্ছে সরকার ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি