ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৮ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব হলেন নজরুল ইসলাম। এর আগে তিনি উপ-প্রেস সচিব ছিলেন। বুধবার তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

তথ্য ক্যাডারের কর্মকর্তা নজরুলকে গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। ওই পদোন্নতির আদেশে বলা হয়, অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে তাকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বা তার আগে ক্যাডারের মূল পদে ফিরতে হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে প্রেস সচিব, উপ-প্রেস সচিব, সহকারী প্রেস সচিব থাকলেও অতিরিক্ত প্রেস সচিব ছিল না। এর মধ্যে উপ-প্রেস সচিব নজরুল ইসলামকে অতিরিক্ত প্রেস সচিব করা হলো।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি