ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে লক্ষ্মীপুর

প্রকাশিত : ১০:৫৯, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:০৬, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ও জনসভা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে লক্ষ্মীপুর। শত-শত তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে রাস্তা-ঘাট। মঙ্গলবার লক্ষ্মীপুরে ১৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। প্রায় ২০ বছর পর লক্ষ্মীপুর সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে পুরো এলাকায় এখন উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর সফর ও জনসভা ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে জনসভাস্থল আর আশপাশের এলাকা। কোথাও কোথাও করা হয়েছে আলোকসজ্জা। ঢাক-ঢোল পিটিয়ে গ্রাম-গঞ্জে চলছে প্রচারণা। দলীয় সভানেত্রীকে বরণে প্রস্তুত নেতাকর্মীরাও। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। প্রধানমন্ত্রীর সফরে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরো গতি পাবে বলে আশা লক্ষ্মীপুরবাসীর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি