ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৫:২৬, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:২৬, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার মিসেস জুলিয়া নিবলেট। বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান নিবলেট। প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় শেষে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা। নতুন হাইকমিশনার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলে নতুন হাইকমিশনারকে জানান শেখ হাসিনা। পরে সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত মিসেসে মেরেতে লুনডেমো। দায়িত্ব পালনকালে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়ায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি