ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

প্রবীণ নেতা অধ্যাপক মোহাম্মদ হানিফ আর নেই

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ৪ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. হানিফ (৮২) মারা গেছেন। এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার বেলা ১১ টায় ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল। 

অধ্যাপক মো. হানিফ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৩৯ সালে নোয়াখালী সদর উপজেলার মাইজদী বাজার এলাকায় জন্মগ্রহণ করেন অধ্যাপক মো. হানিফ।

পরিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে নয়টায় নোয়াখালী জেলা স্কুল প্রাঙ্গণে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে। 

বর্ষীয়ান রাজনীতিবিদ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক মো. হানিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালীর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

তার মৃত্যুতে নোয়াখালী জেলা আওয়ামী লীগ তিনদিনের শোক ঘোষণা করেছে এবং জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।  

এক শোকবার্তায় ওবায়দুল কাদের প্রয়াত মোহাম্মদ হানিফের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি