ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

প্রভোস্টের আশ্বাসে মধ্যরাতে আন্দোলন স্থগিত ইবি ছাত্রীদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৩, ২১ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খালেদা জিয়া হলের আন্দোলনরত ছাত্রীরা আন্দোলন স্থগিত করেছেন। হল প্রভোস্ট অভিযুক্তদের বিচারের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে আন্দোলন স্থগিত করে হলে ফিরে যান শিক্ষার্থীরা।

জানা যায়, হলের এক আবাসিক ছাত্রীকে ছাত্রলীগকর্মীর থাপ্পড় মারার অভিযোগ ওঠে। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে প্রায় দুই শতাধিক ছাত্রী হল প্রাঙ্গণে অভিযুক্তের বিচার দাবিতে আন্দোলন করতে থাকেন। এসময় তারা অভিযুক্ত মেহেদী হাসান হাফিজের ছাত্রত্ব বাতিল ও নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ে স্লোগান দেন।

পরে রাত সাড়ে আটটায় হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হন। তারা ছাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে রাত ১১টার দিকে আন্দোলন স্থগিত করেন ছাত্রীরা।

এ বিষয়ে বিক্ষুব্ধ ছাত্রীরা জানিয়েছেন, ম্যাডাম (প্রভোস্ট) সংশ্লিষ্টদের সঙ্গে আগামীকাল বসবেন। এরপর বিষয়টির সুষ্ঠু সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। তবে সমাধান না পেলে শুক্রবার থেকে আবারও আন্দোলন শুরু হবে।

অভিযুক্ত মেহেদি হাসান হাফিজ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের কর্মী বলে জানা গেছে।

হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী গণমাধ্যমে বলেন, আমরা আগামীকাল (শুক্রবার) সকালে বসবো। বিষয়টির একটি সুন্দর ও সুষ্ঠু সমাধান আশা করা হবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি