ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকরা জাতিকে কলঙ্কিত করছেন

প্রকাশিত : ১১:১২, ১৩ মার্চ ২০১৭ | আপডেট: ১১:১২, ১৩ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত শিক্ষকরা জাতিকে কলঙ্কিত করছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। তারা বলছেন, প্রশ্ন ফাঁস করে পুরো শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছেন তারা। কোমলমতী শিক্ষার্থীদের হাতে যারা এভাবে প্রশ্ন তুলে দিচ্ছেন তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। পাবলিক পরীক্ষার প্রশ্ন হলে পৌঁছানোর আগেই ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শতভাগ কমনের নিশ্চয়তা দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হয় মোটা অংকের টাকা। আর এই কাজে সহযোগিতা করছেন বিভিন্ন স্কুল ও কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকরা। পরীক্ষার আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো প্রশ্নের ছবি মোবাইলে ধারণ করে পাঠিয়ে দেয়া হয় অসাধু চক্রের হাতে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক। জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে এ ধরনের অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে পারলে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান তাদের। প্রশ্ন ফাঁসে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও পরামর্শ বিশিষ্টজনদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি