ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

প্রাইজবন্ডের অর্থ দ্রুত পরিশোধের উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের সব অফিসেই মিলবে প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ। স্বল্প সময়ে ও সহজে অর্থ পরিশোধের লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য পুরস্কার বিজয়ীদের দাবিপত্র সংশ্লিষ্ট অঞ্চলের বাংলাদেশ ব্যাংকে পাঠাতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে।

সার্কুলার বলা হয়েছে, ‘প্রাইজবন্ডের পুরস্কার বিজয়ীদের অর্থ স্বল্প সময়ে এবং সহজে তাদের ব্যাংক হিসাবে প্রদানের লক্ষ্যে প্রাইজবন্ডের পুরস্কার পরিশোধ পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের সকল অফিসের মধ্যে বিকেন্দ্রীকরণ করেছে। ফলে বাংলাদেশ ব্যাংকের সব অফিসের মাধ্যমেই প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ পরিশোধ করা হবে। এই প্রেক্ষিতে প্রাইজবন্ডের পুরস্কার বিজয়ীদের নিকট হতে প্রাপ্ত পুরস্কারের দাবিপত্র সংশ্লিষ্ট অঞ্চলের বাংলাদেশ ব্যাংকে প্রেরণের লক্ষ্যে সব তফসিলি ব্যাংককে তাদের শাখাগুলোকে নির্দেশনা প্রদান করা হলো।’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি